লঞ্চে আগুন: নদীতে চলছে উদ্ধার অভিযান
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চের অগ্নিকাণ্ডে নিখোঁজদের সন্ধানে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে। স্বজনদের তথ্য অনুযায়ী এখনও ২৫ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।
আজ (২৬ ডিসেম্বর) রোববার সকাল ৯টা থেকে বরিশাল ফায়ার সার্ভিসের ৫ সদস্যের ডুবুরী দল উদ্ধার অভিযান শুরু করে। একই সাথে কোস্টগার্ডের একাধিক নৌবোটও সুগন্ধা নদীতে টহল অভিযান চালাচ্ছে।
এদিকে নিখোঁজদের স্বজনরা অধিকাংশই প্রশাসনের কাছে স্বজনদের নাম লিখিয়ে ঝালকাঠি ছেড়েছে।
ফায়ার সার্ভিস বলছে, প্রচণ্ড শীত ও নদীর গভীরতার কারণে লাশ ভেসে উঠতে ৩ থেকে ৪ দিন পর্যন্ত সময় লাগতে পারে। তাই তারা উদ্ধার অভিযান অব্যহত রাখবে।