জামালপুরে এমপির ব্রিজ উদ্বোধন
শামীম আলম, (জামালপুর):
জামালপুর সদরের কেন্দুয়া কালিবাড়ি-ছোনটিয়া সড়কে একটি ব্রিজ উদ্বোধন করা হয়েছে।শনিবার বিকালে ছোনটিয়া বাজার এলাকায় এই ব্রিজের উদ্বোধন করা হয়।
জেএসপি প্রকল্পের আওতায় এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্বাবধানে ১ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে নির্মিত কেন্দুয়া কালিবাড়ি-ছোনটিয়া সড়কে ২১ মিটার প্রসস্থ আরসিসি গার্ডার ব্রিজের উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো: মোজাফ্ফর হোসেন।
এ সময় ব্রিজের ঠিকাদার মো: ফারহান আহম্মেদ, সহকারী প্রকৌশলী মো: মোশারফ হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএফ