শিরোনাম

South east bank ad

ধুনটে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি

 প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া):

বগুড়ার ধুনটে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলে ইছামতি নদী তীরের পূর্ব ভরনশাহী গ্রামে তিন দিনের আঞ্চলিক ইজতেমা।
আজ সারাবিশ্বের সকল মানুষের শান্তি কামনা করে আখেরী মোনাজাত করা হয়।

মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানে সকাল থেকে হাজারো মানুষের ঢল নামে। ইজতেমা ময়দান পূর্ণ হওয়ার পর রাস্তা ও আশপাশের বাড়ির যে যেখানে জায়গা পেয়েছেন সেখান থেকেই মোনাজাতে অংশ নিয়েছেন।

দুপুর ১২টায় আখেরী মোনাজাত শুরু হয়। শেষ হয় দুপুর ১২টা ২৬ মিনিটে। মোনাজাত পরিচালনা করেন ঢাকা কাকরাইলের মুরব্বি হযরত মাওলানা আব্দুল মতিন।

প্রায় ২৬ মিনিটের এ মোনাজাতে নিজেদের গুনাহ মাফ এবং সারা বিশ্বের মানবজাতির জন্য শান্তি ও কল্যাণ কামনা করা হয়। এসময় মুসল্লিদের আমিন, আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান। দীর্ঘ এ মোনাজাতে কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা।

প্রতিদিন ফজর, যোহর, আছর ও মাগরিবের নামাজের পর ইজতেমা ময়দানে আগত মুসল্লিদের উদ্দেশে ঢাকা কাকরাইল মসজিদ, বগুড়া মার্কাজ মাদ্রাসাসহ বিভিন্ন জায়গার মুরব্বিরা বয়ান পেশ করেছেন। তিন দিনের এ ইজতেমা অনুষ্ঠিত হয়েছে ঢাকা কাকরাইল মসজিদের আলমী শুরার তত্ত্বাবধানে।

ইজতেমা আয়োজক কমিটির শুরা সদস্য খোরশেদ আলম বলেন, শেষ পর্যন্ত সুশৃঙ্খল পরিবেশে ইজতেমা সমাপ্ত হয়েছে। ইজতেমা থেকে ১০টি চিল্লার জামাত তৈরী করা হয়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে চিল্লার জামাতের মুসল্লিরা ইসলামের দাওয়াতি কাজে দেশজুড়ে ছড়িয়ে পড়বেন।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, পুলিশ কন্ট্রোল রুমসহ ইজতেমা ময়দানে আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন স্তরের সদস্যরা নিয়োজিত ছিলেন। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ইজতেমা শেষ হয়েছে।

এমএফ

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: