বান্দরবানের এক ইউনিয়নেই বনাঞ্চল উজাড় করে গড়ে উঠেছে ২৮টি ইটভাটা
সোহেল কান্তি নাথ, (বান্দরবান) :
বান্দরবানে কোন রকম নিয়ম নীতির তোয়াক্কা না করেই পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে অসংখ্য অবৈধ ইটভাটা। এসব ইটভাটায় জ্বালানী হিসেবে পোড়ানো হচ্ছে বনের কাঠ আর পাহাড় কেটে মাটি দিয়ে বানানো হচ্ছে ইট। এর ফলে উজার হচ্ছে বনভুমি ধংস হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। এমনকি অধিকাংশই ইটভাটায় শ্রমিক হিসেবে কাজে লাগচ্ছে শিশুদের। কোন রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে পার্বত্য জেলা বান্দরবানে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ ইটভাটা। জেলা সদরসহ সাত উপজেলায় রয়েছে ৭০টিরও বেশী ইটভাটা। এরমধ্যে শুধু লামা উপজেলার ফাইতং ইউনিয়নে রয়েছে ২৮টি ইটভাটা। পাহাড় কেটে বনাঞ্চলের পাশেই গড়ে উঠেছে বেশীর ভাগ ইটভাটা। এসব ইটভাটার কোনটিতেই নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। জালানী হিসেবে কয়লা ব্যবহারের কথা থাকলেও ব্যবহৃত হচ্ছে বনের কাঠ আর কাঁচামাল হিসেবে জলাশয়ের মাটি ব্যবহারের কথা থাকলেও ব্যবহৃত হচ্ছে পাহাড়ের মাটি। এজন্য এস্কেভেটর দিয়ে দিন রাত কাটা হচ্ছে বড় বড় পাহাড় আর উজার হচ্ছে শত শত একর বনভূমি। ইট তৈরীতে পাহাড়ের মাটি ও বনের কাঠ ব্যবহার করায় একদিকে যেমন ধংস হচ্ছে প্রাকৃতিক পরিবেশ তেমনি ক্ষতির সম্মুক্ষিণ হচ্ছে স্থানীয় বাসিন্দারাও। ইটভাটার কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ তেমনি অতিরিক্ত ইট বোঝাই ট্রাক চলাচলের কারনে নষ্ট হচ্ছে যাতায়তের সরকারী রাস্তা। ফলে ভোগান্তিতে সাধারণ জনগণ ও স্কুলগামী ছাত্র-ছাত্রীরা।
এদিকে ইটভাটায় পাহাড়ের মাটি ব্যবহারের কথা অস্বীকার ও সরকারী নিয়মানুযায়ী কয়লার চুল্লী দিয়ে ইটভাটা তৈরীতে অধিক খরচ হওয়ায় নিয়ম মানা সম্ভব হচ্ছে না বলে জানান ফাইতং ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক। তিনি বলেন- সরকারী নিয়মকানুন মেনে ইটভাটা পরিচালনা করতে গেলে আমাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে। কারণ কয়লার দাম অনেক বেশি।
তবে প্রাকৃতিক পরিবেশ রক্ষায় পাহাড় কেটে গড়ে উঠা অবৈধ এসব ইটভাটা বন্ধে অভিযান পরিচালনার কথা জানালেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মফিদুল ইসলাম।
একটি ইটভাটায় দৈনিক পোড়ানো হয় ২৫ থেকে ৩০ মণ কাঠ সে হিসেবে গড়ে প্রতিদিন কয়েক লক্ষ ঘনফুট কাঠ পোড়ানো হচ্ছে এসব ইটভাটায়। তাই শুধুমাত্র জরিমানা দিয়ে নয় প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ইটভাটা তৈরীতে সরকারী নিয়ম মানানোর পাশাপাশি জনসচেতনতাও দরকার বলে মনে করছেন স্থানীয়রা।
/জেটএন/