শিরোনাম

South east bank ad

নাটোরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ

 প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর):

‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই শ্লোগান নিয়ে নাটোরে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট শফিকুল আলমের সভাপতিত্বে প্রতিষ্ঠানের কার্যালয় চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (অবঃ) আকবর আলী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের পরিচালক রাসেল আহমেদ প্রমুখ ।

এ সময় বক্তারা প্রাকৃতিক দূর্যোগ, নির্বাচন, পূজাসহ বিভিন্ন ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অগ্রনী ভুমিকা গ্রহণের কথা তুলে ধরে তাদেরকে অব্যাহতভাবে কাজ করে বর্তমান প্রধানমন্ত্রীর উন্নত দেশ গঠনের কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখার আহবান জানান। এ ছাড়াও তাদেও বিভিন্ন দাবীর বিষয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল মহান জাতীয় সংসদে তুলে ধরবেন বলে আশ্বাস দেন।

পরে দুই জন বীরাঙ্গনা বীর মুক্তিযোদ্ধা, ২৫ জন আনসার সদস্যকে বাই-সাইকেল ও ২৫ জন মহিলা সদস্যকে ছাতা পুরস্কার হিসেবে প্রদান করেন।
/জেটএন/

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: