সেলাই ও বিউটিফিকেশন প্রশিক্ষণার্থী বাছাইয়ে লটারি
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সেলাই ও বিউটিফিকেশন প্রশিক্ষণার্থী বাছাইয়ে লটারি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুর ১.৩০মিনিটে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ লটারি অনুষ্ঠিত হয়।
মহিলা বিষয়ক অফিস সূত্রে জানা যায়, আগ্রহী প্রার্থীদের গত ১৫ ডিসেম্বরের মধ্যে অন লাইনে আবেদন করার সময়সীমা নির্ধারিত ছিল। এর মধ্যে ফ্যাশন ডিজাইনে ৩১৯ জন ও বিউটিফিকেশনে ১২১ জন প্রার্থী আবেদন করে। প্রশিক্ষণার্থী বাছাইয়ে প্রশিক্ষণার্থীদের মাধ্যমে লটারির ড্র পরিচালনা করে বাছাই কমিটি।
বাছাই কমিটির সভাপতি ও ইউএনও আশরাফুল ছিদ্দিক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দিলরুবা ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন, পারভীন সুলতানা, মহিলা বিষয়ক অফিসার নাসরীন পারভীন, মাধ্যমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, থানার এসআই মো. আব্দুর রাজ্জাক। ড্র এর মাধ্যমে ফ্যাশন ডিজাইনে ২৫ জন ও বিউটিফিকেশনে ২৫ জন করে মোট ৫০ জন প্রশিক্ষার্থীর তালিকা প্রকাশ করে কমিটি।
এসএমটি