শিরোনাম

South east bank ad

এন এস আই’এর অভিযান ৮০ হাজার টাকা জরিমানা

 প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুর রহমান, (নেত্রকোনা):

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এন এস আই) নেত্রকোনার নেতৃত্বে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর মঙ্গলবার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের ছিচড়াকান্দা ও রামপুর কান্দাপাড়ায় দুটি জর্দা ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল জর্দা, নকল বিড়ি, নকল স্টিকার ও জর্দা তৈরীর মেশিন জব্দ করেছে।

এন এস আই-এর উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এন এস আই’র নেতৃত্বে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রায়পুর ইউনিয়নের ফকিরের বাজার এলাকার ছিচড়াকান্দা গ্রামের নুর দুলাল পার্তি জর্দা ফ্যাক্টরীতে এবং রামপুর কান্দাপাড়া গ্রামে সালাম ভাই ভাই জর্দা ফ্যক্টরীতে অভিযান পরিচালনা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নেত্রকোনা জেলার সহকারী পরিচালক শাহ্ আলম জানান, ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে এই ২টি নকল জর্দা ফ্যক্টরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল জর্দা, নকল স্টিকার, নকল বিড়ি ও মেশিন জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য আনুমানিক ৫/৬ লাখ টাকা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ভোক্তা সংরক্ষন আইন ২০০৯ এর ৪৪ ধারায় দুটি প্রতিষ্ঠানের মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে এন এস আই ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের কর্মকর্তারা স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দকৃত নকল জর্দা, নকল বিড়ি, নকল স্টিকার ও মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসএমটি

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: