শিরোনাম

South east bank ad

সুবিধাবঞ্চিত আদিবাসী সম্প্রদায়ের মাঝে কম্বল পৌঁছে দিল এনটিভি

 প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর):

দেশজুড়ে বাড়ছে শীতের মাত্রা। তবে উত্তারাঞ্চলে এর মাত্রা তুলনামূলক ভাবে আরো বেশি। এ অবস্থায় দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মানুষ পড়েছেন বেশ বেকায়দায়। এর মধ্যে নাটোরের সুবিধা বঞ্চিত সাঁওতাল সম্প্রদায়ের মানুষগুলোর অবস্থা যেন আরো করুন।বরাবরের ন্যায় অসহায় এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এনটিভি। মঙ্গলবার সকালে নাটোরের সাঁওতাল সম্প্রদায়ের দুই শতাধিক মানুষের মাঝে বিতরণ করা হয় কম্বল।

নাটোর সদর উপজেলার হাজরা নাটোর আদিবাসী পাড়ায় মঙ্গলবারের সকালটা ছিল এক অন্যরকম আনন্দের। পৌষের শুরুতেই উত্তরের হিমেল বাতাশে যখন জুবুথুবু অবস্থা এই আদিবাসী পল্লীতে ঠিক তখন কম্বল নিয়ে এ পল্লীতে হাজির হয় এনটিভি। সেখানকার এক আদিবাসীর বাড়ির আঙিনায় সমবেত দুইশতাধিক সুবিধা বঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষের হাতে তুলে দেয়া হয় এনটিভির দেয়া কম্বল। এনটিভির স্টাফ রিপোর্টার হালিম খানের সাথে আদিবাসী পল্লীতে উপস্থিত হয়ে কম্বল বিতরনে অংশ নেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা ও অন্যান্য গণমাধ্যম কর্মিরা। খরকুটো দিয়ে বানানো নাটোর আদিবাসী পল্লীর সাঁওতালদের ঘর-বসতিতে আড্ডা বসায় অদৃশ্য শীত পোকারা। তাদের শীত কষ্ট লাঘবে এনটিভির এ উদ্যোগে বেশ খুশি এখানকার সহজ সরল মানুষগুলো। তারা আশির্বাদ করেছে এনটিভিকে।

এনটিভির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে হাজরা নাটোর আদিবাসী পল্লিতে উপস্থিত হয়েছিলেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা। তিনি এনটিভির দেয়া কম্বল তুলে দেন দরিদ্র এসব মানুষের মাঝে। একই সাথে এনটিভির এ উদ্যোগের প্রশাংসা করেন পুলিশ সুপার।

দেশের অসহায় মানুষের পাশে থেকে এনটিভি যাতে আজীবন সেবার দরজা খোলা রাখে এমনটাই প্রতাশা উপকারভোগী সহ সকল স্তরের মানুষের।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: