শিশু ধর্ষণ চেষ্টা মামলায় মাদ্রাসা ছাত্র গ্রেপ্তার
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ার শাজাহানপুরে সাত বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার মামলায় তাওফিক ইসলাম (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত (১৮ ডিসেম্বর) শনিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তাওফিক ইসলাম উপজেলার আমরুল ইউনিয়নের শৈলধুকড়ি পশ্চিমপাড়া গ্রামের মোকলেছুর রহমান ওরফে রুবেলের ছেলে। সে শৈলধুকড়ি দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র।
জানা গেছে, গত মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার শৈলধুকড়ি পশ্চিমপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসীর সাত বছরের এক শিশুকন্যাকে সিগারেটের প্যাকেটের খেলনা তাস দেয়ার কথা বলে প্রতিবেশী রুবেলের ছেলে তাওফিক শিশুটিকে ডেকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে জোর করে শিশুটির পড়নের প্যান্ট খুলতে ধরে।
এসময় শিশুটি কান্নাকাটি করলে সে মুখ চেপে ধরে। একপর্যায়ে কান্নাকাটির খবর পেয়ে শিশুটির মা দৌড়ে গিয়ে মেয়েকে ডাকাডাকি করলে তাওফিক পালিয়ে। এঘটনায় শিশুটির মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীকে রবিবার দুপুরে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।
এসএমটি