শিরোনাম

South east bank ad

লন্ডনে এমপি কন্যা তান্নী’র ‘মাস্টার্স অফ-ল’ ডিগ্রি অর্জন

 প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, এনা গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক ও ব্যবস্থাপনা পরিচালক তহুরা হকের একমাত্র কন্যা তানজিয়া ফারহানা হক তান্নী উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য লন্ডলে পড়াশোনা করছেন।

তানজিয়া ফারহানা হক তান্নী এনা গ্রুপের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে কৃতিত্বের সাথে এলএলবি অনার্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। তানজিয়া ফারহানা হক তান্নী লন্ডনের বিপিপি বিশ্ববিদ্যালয় থেকে সফলতার সঙ্গে এ ডিগ্রী অর্জন করেছেন।

লন্ডনের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ‘মাস্টার্স অফ-ল’তে পুরস্কৃত হয়েছেন। তান্নী সফলতার সঙ্গে দেশে ফিরে আসতে পারে সে জন্য পরিবার এবং এনা গ্রুপের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
/জেটএন/

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: