নকলায় রজত জয়ন্তীতে এসএসসির ৯৫ ব্যাচের মিলনমেলা
সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :
“এসো প্রাণের প্রাঙ্গনে, মিলি প্রীতির বন্ধনে’’ এই শ্লোগনকে সামনে রেখে শেরপুরের নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৫ ব্যাচের স্মৃতির ২৫ বছর পূর্তিতে রজত জয়ন্তী উপলক্ষে সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসএসসি ১৯৯৫ ব্যাচের আয়োজনে শুক্রবার (১৭ডিসেম্বর) সকালে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে এ মিলমেলায় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মরহুম শিক্ষকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে দোয়া, স্মৃতিচারণ, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯৫ ব্যাচরে পক্ষ থেকে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট, কর্মচারীদের নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করা হয়।