মাদারীপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান
আরাফাত হাসান, (মাদারীপুর) :
বিজয় দিবসের ৫০ বছর ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মাদারীপুর জেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার দুপুরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মাদারীপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।এতে প্রথমে আলোচনাসভা ও পরে পুরস্কার বিতরণ করা হয়েছে।
জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার চেয়ারম্যান ওবাইদুর রহমান কালু খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে।এসময়ে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মান্নান লস্করসহ অন্যরা।
মুনির চৌধুরী জানান, জেলার মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে এবং মুক্তিযোদ্ধাদের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে তাদের এ আয়োজন। এর মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সন্তানরা স্বাধীনতার প্রতি আকৃষ্ট হতে পারবে বলে জানিয়েছেন তিনি।