শিরোনাম

South east bank ad

আনোয়ারায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বিজয় দিবস পালিত

 প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :

সারাদেশের ন্যায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ই ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার স্মৃতিশৌধে প্রশাসনের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর থেকে উপজেলার সামাজিক ও রাজনৈতিক এবং আনোয়ারা প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠণের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল ৯ টা থেকে উপজেলা প্রশাসননের উদ্যোগে কুচকাওয়াজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেনসহ উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: