শিরোনাম

South east bank ad

ফরিদপুরে সড়কে প্রান গেলো দাদী-নাতনীর

 প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শফিকুল খান জনি, (ফরিদপুর) :

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী পিকআপ চাপায় ইজিবাইক যাত্রী দাদী-নাতনী নিহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে।

স্থানীয়রা জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকনগর ব্রিজ সংলগ্ন স্থানে এলপিজি গ্যাস সিলিন্ডার বাহী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৫-২৪১৪) ফরিদপুরগামী একটি ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়। নিহত দুইজন সম্পর্কে দাদী-নাতনী। নিহতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপুট্টি গ্রামের মৃত রব্বান শেখের স্ত্রী ও রফিক শেখের মা নবী বেগম (৬২) এবং রফিক শেখের মেয়ে ময়না বেগম (২২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তালমা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামাল হোসেন মিয়া জানান, এ ঘটনায় ইজিবাইকে থাকা কয়েকজন যাত্রী মারাত্মক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইজিবাইকের যাত্রীরা কুমারপুট্টি গ্রাম থেকে ফরিদপুরে আত্মীয়ের বাড়িতে বেরাতে যাচ্ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: