শিরোনাম

South east bank ad

ত্রিশালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

 প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুল্লাহ আল ফাহাদ, (ত্রিশাল)

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছে।

ত্রিশাল ফায়ারসার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে উপজেলার ত্রিশাল-বালিপাড়া রোডের বেলতলী নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।

বালিপাড়া গামী একটি মোটরসাইকেল( কুষ্টিয়া-ল-১২-৭৪৫৯) ও ত্রিশাল গামী একটি বালু বাহী ট্রাকের(ঢাকা মেট্রো-ট-২৪-১০-৫৫) মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল যাত্রী নার্গিস আক্তার(৩৫) ঘটনাস্থলেই মারা যান ও চালক স্বামী ইমাদুল হোসেন(৩৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, ইমাদুল হোসেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার গাছের দিয়ার টলটলি পাড়া গ্রামের মৃত মানিক হোসেনের ছেলে। সে স্বস্ত্রীক ঢাকার কোনাবাড়ী থেকে শশুর বাড়িতে বেড়াতে ময়মনসিংহের নান্দাইল যাচ্ছিল। যাওয়ার পথে এ দূর্ঘটনাটি ঘটে।

ত্রিশাল থানার এসআই আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অতিরিক্ত গতির কারণে এ দূর্ঘটনাটি ঘটতে পারে। দূর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাক চালক পলাতক রয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: