চুনারুঘাটে গাঁজা সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৮
নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ) :
হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভূক্ত ৭ পলাতক আসামি গ্রেফতার। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: ওয়ারেন্টভূক্ত শামীম মিয়া (২৬), আসমা বেগম(৪০), নাসিম মিয়া(২২) মোঃ আজাদ মিয়া(২২), মোঃ মফিল মিয়া (৩০ ) মোঃ ছাদেক মিয়া (৫৭), রাসেল মিয়া (৩০) ও গাঁজা পাচারকালে র্যাবের হাতে ২০ কেজি গাঁজসহ লিটন চৌধুরী(২৭) কে আটক করে থানায় হস্তান্তর করেছে র্যাব। পরে লিটনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে লিটন সহ আট আসামীকে ১৫ ডিসেম্বর বিকেল আদালতে পাঠানো হয়।
এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ বলেন, এধরনের অভিযান অব্যাহত আছে।