আনোয়ারায় কল্যাণ বালা শীলের শোক সভা
জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :
চট্টগ্রামের আনোয়ারায় রায়পুর চুন্নাপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের প্রতিষ্ঠাতা ও প্রধান পূজারি কল্যাণ বালা শীলের আদ্যশ্রাদ্ধ উপলক্ষে শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া শীল বাড়িতে এই সভা অনুষ্ঠিত হয়।
৩নং রায়পুর ইউনিয়ন শীল কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার দীপনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন শীল কমিটির সভাপতি নিত্য হরি শীল।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুগ্রীব মজুমদার দোলন, ৩নং রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিউটন সরকার, সিনিয়র সাংবাদিক শিপঙ্কর শীল প্রমুখ।