আরএমপিতে আনন্দমূখর পরিবেশে উদযাপিত হলো বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ফুটবল ফাইনালের মধ্যে দিয়ে শেষ হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে মহান বিজয় দিবস ক্রীড়া প্রতিযোগিতা ২০২১ উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা।
আজ ১৫ ডিসেম্বর ২০২১ (বুধবার) বিকেল ৪ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়।

খেলা শেষে পুলিশ কমিশনার মহোদয় ক্রিকেট, ফুটবল, ভলিবল, হ্যান্ডবল(নারী), ব্যাডমিন্টন, ক্যারামবোর্ড, দাবা, কাবাডি খেলাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রশীদুল হাসান পিপিএম মহোদয়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মজিদ আলী, বিপিএম সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ।