কৃষির সফলতা এখন সর্বজনীন স্বীকৃত : ড. মো. হামিদুর রহমান
এস এম সামছুর রহমান, (বাগেরহাট) :
কৃষি মন্ত্রণালয়ের এপিএ পুলের সদস্য ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. মো. হামিদুর রহমান বলেছেন, 'কৃষিতে আমাদের ব্যাপক সফলতা রয়েছে। কৃষির এ সফলতা এখন সর্বজনীন স্বীকৃত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবুজ বিপ্লব ডাক দেওয়ার ফলেই আজ কৃষির এ সফলতা উন্নীত করতে পেরেছি। কৃষিতে নানামুখী চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা এগিয়ে যাচ্ছি। দুপুরে বাগেরহাটের ফকিরহাটে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) আওতায় বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, 'বর্তমান সরকার করোনকালীন কৃষি উন্নয়নের অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে নানামুখী প্রণোদনা কার্যক্রম চালু রেখেছে। প্রযুক্তির মাধ্যমে আধুনিক কৃষিতথ্য কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে পারলে কৃষিতে অনেক বেশি সুফল আসবে।
ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আজিজুর রহমান, এসএসিপি প্রকল্পের প্রজেক্ট মনিটরিং স্পেশালিস্ট ড. নিকার হালদার, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা কৃষিবিদ মো: মোতাহার হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান প্রমুখ।
কৃষক সমাবেশে ফকিরহাট উপজেলার এসএসিপি প্রকল্পের সুবিধাভোগী কৃষক-কৃষানিরা অংশ নেন।