নেত্রকোনায় কৃষকের পাকা ধান কেটে নিল প্রতিপক্ষ
আব্দুর রহমান, (নেত্রকোনা):
নেত্রকোনা সদর উপজেলা কে-গাতি ইউনিয়নের কুমারপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে গতকাল মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ক্ষেতের পাঁকা আমন ধান কেটে নিল প্রতিপক্ষ। এ ব্যাপারে মো. সোহেল ফকির বাদী হয়ে একই গ্রামের মো. ওয়াজেদ ফকির, মো. রুহুল আমিন, মো. রুহুল কবিরসহ ৬জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩- ৪জনের বিরুদ্ধে ওই দিন রাতে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন।
অভিযোগে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার কুমারপুর গ্রামের মো. সোহেল ফকিরের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের মো. ওয়াজেদ আলী ফকিরের গ্রাম্য বিরোধ চলছিল। এরই জের ধরে গত মঙ্গলবার ৮- ১০ জন দেশীয় অস্ত্র বাঁশের লাঠি নিয়ে একই গ্রামের শাহনাজ পারভীনের কাছ বন্ধকে নেওয়া ৬৭ শতাংশ জমির মধ্যে ১৬ শতাংশ জমির পাকা ধান কেটে নিয়ে যায়। এ ঘটনায় মো. সোহেল ফকির বাদী হয়ে একই গ্রামের মো. ওয়াজেদ ফকির, মো. রুহুল আমিন, মো. রুহুল কবিরসহ ৬জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩- ৪জনের বিরুদ্ধে ওই দিন রাতে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন। মামলা করায় আসামিরা ক্ষিপ্ত হয়ে আরও লোকজন নিয়ে ফের বুধবার সকালে বাকী জমির ধান কেটে নেওয়ার চেষ্টা চালায়।
হামলাকারীরা বাদীকে মেরে ফেলার হুমকি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মামলার আসামিরা ও অন্যরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারীদের নেওয়া লাঠিসোটা উদ্ধার করে।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার সাকের আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।