মুকসুদপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে মোমবাতি প্রজ্জলন
মেহের মামুন, (গোপালগঞ্জ):
গোপালগঞ্জের মুকসুদপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই মোমবাতি প্রজ্জলন কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ।
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, উপজেলা সহকারী কমিশনার ভূমি শেখ আলাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য হুজ্জাত হোসেন লিটু, উপজেলা স্বাস্থ্য ও প.প. অফিসার মো: মাহমুদুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার হাচেনউদ্দীন, উপজেলা সিনিয়র মৎস অফিসার খায়রুল ইসলাম পাভেল, উপজেলা প্রকিল্প বাস্তবায়ন অফিসার ফায়জুল ইসলামসহ সরকারী, বেসরকারী কর্মকর্তা কর্মচারী বৃন্দ।