জামাতের আমির আব্দুর রাজ্জাক গ্রেপ্তার
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ায় জেলা জামাতের আমির আব্দুর রাজ্জাক (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় শহরের ২ নাম্বার ওয়ার্ডের ফুলবাড়ি তালুকদার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফুলবাড়ি মধ্যপাড়া এলাকার মৃত বদির উদ্দিন মন্ডলের ছেলে ও বগুড়া জেলা পশ্চিম জামাতের আমির।
পুলিশ জানায়, গ্রেপ্তার জামাত নেতার বিরুদ্ধে, সন্ত্রাস বিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও বিষ্ফোরক আইনে ৭ মামলায় গ্রেপ্তারী পরোয়ানা আছে। গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ি ফাঁড়ি পুলিশ সকাল ১০ টায় তাকে গ্রেপ্তার করে।
ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সুজন মিয়া জানান, গ্রেপ্তারকৃতকে গ্রেপ্তারী পরোয়ানা থাকা মামলায় আদালতে পাঠানো হবে।