একুশে পদকপ্রাপ্ত আমজাদ হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী
শামীম আলম,(জামালপুর):
একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত চলচ্চত্রিকার আমজাদ হোসনেরে তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। আমজাদ হোসনেরে নজি জলো জামালপুরে নানা আয়োজনে পালতি হয়ছেে তার মৃত্যুবার্ষিকী।
আজ দুপুরে শহররে বকুলতলা চত্বর থকেে আমজাদ হোসনে র্চচা কন্দ্রেরে আয়োজনে একটি মৌন শোভাযাত্রা বরে হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষণি করে পৌর কবরস্থানে গয়িে শষে হয়। পরে আমজাদ হোসনেরে কবরে বভিন্নি সাংস্কৃতকি সংগঠনরে পক্ষ থকেে ফুললে শ্রদ্ধা র্অপন শষেে তার রূহরে মাগফরোত কামনা করে দোয়া করা হয়।
১৯৪২ সালরে ১৪ আগষ্ট জামালপুর শহররে ইকবালপুরে জন্ম গ্রহণ করনে আমজাদ হোসনে এবং ২০১৮ সালরে ১৪ ডসিম্বের ব্যাংককরে বামরুনগ্রাদ হাসপাতালে তনিি মৃত্যুবরণ করনে। পরে জামালপুরে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।