শিরোনাম

South east bank ad

ফুলবাড়িয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

 প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: আব্দুস ছাত্তার,(ফুলবাড়িয়া):

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ময়সনসিংহের ফুলবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল মালেক সরকার। বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবু বকর ছিদ্দিক সহ উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস পরিকল্পিতভাবে বাংলার বুদ্ধিজীবীদের হত্যা করে।

বুদ্ধিজীবীদের হত্যার মাত্র দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: