শিরোনাম

South east bank ad

যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতন করে হত্যা:স্বামীর মৃত্যুদণ্ড

 প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নুর উদ্দিন সুমন,(হবিগঞ্জ):

হবিগঞ্জের বাহুবলে যৌতুকের না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার
(১৪ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সুদীপ্ত দাশ এ রায় দেন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নিহতের শাশুড়িসহ দুইজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামি সৈয়দ হেলাল মিয়া (২৪)। বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের লাকুড়ীপাড়া গ্রামের সৈয়দ জিতু মিয়ার ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি বাহুবল উপজেলার বড়গাঁও গ্রামের আব্দুল হামিদ চৌধুরীর মেয়ে লাভলী আক্তারকে বিয়ে করেন একই উপজেলার লাকড়ীপাড়া গ্রামের দণ্ডপ্রাপ্ত আসামি সৈয়দ হেলাল মিয়া।

বিয়ের কিছুদিন পর ১ লক্ষ টাকা যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতন শুরু করেন। যৌতুক না পেয়ে একই বছর ২৩ সেপ্টেম্বর লাভলী আক্তারকে নির্যাতন করে হত্যা করেন। ঘটনার পর লাশ বাড়িতে রেখে পালিয়ে যান স্বামীসহ স্বজনরা।

ঘটনার পর ২৮ সেপ্টেম্বর নিহত লাভলী আক্তারের বড় ভাই শাহীন চৌধুরী বাদি হয়ে স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর বাহুবল থানা পুলিশের তৎকালীন এসআই মহরম আলী তদন্ত করে তিনজনের বিরুদ্ধে ২০১৮ সালের ২৪ অক্টোবর আদালতে চার্জশিট দেন। আদালত রাষ্ট্রপক্ষের ২৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।

এ তথ্য নিশ্চিত করে মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে বাদী পক্ষের আইনজীবী আফজাল হোসেন রায় দ্রুত কার্যকরের দাবি করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: