শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জয়পুরহাটে বাসদের মিছিল
রাশেদ ইসলাম, (জয়পুরহাট):
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী ও জয়পুরহাট জেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা ১১ টায় জয়পুরহাট জেলা বাসদ কার্যালয়ে থেকে লাল পতাকার মিছিল নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচুরমোড়ে জেলা বাসদ আহ্বায়ক ওয়াজেদ পারভেজ এর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন,মহান শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদের আত্নত্যাগ আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে এসে মুক্তিযুদ্ধের চেতনা বিলুপ্ত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে মানুষের মৌলিক অধিকার খর্ব করা হয়েছে। সাম্প্রতিক দাঙ্গায় মানুষ পড়ছে। শোষণমূলক রাষ্ট্র ব্যবস্থায় ধনী গরিবের বৈষম্য বাড়ছে। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে এদেশের প্রগতিশীল চিন্তার মানুষের কলম বন্ধ করার চক্রান্ত চলছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা থেকে শপথ নিয়ে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
এ সময় বক্তব্য রাখেন, জেলা বাসদ সদস্য উৎপল দেবনাথ, জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, জেলা কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক আশরাফুল ইসলাম নাহিদ প্রমূখ।