বাগেরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
এস এম সামছুর রহমান, (বাগেরহাট):
বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সোমবার সকাল আটটায় শহরের ডাকবাংলো ঘাটের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন করেন। জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল, বাগেরহাট প্রেসক্লাব, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। এসময় দেশের যে সূর্য সন্তানদের আত্মার শান্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। এর আগে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। এ সময়ে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার আরিফুল হক, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাড. শাহ ই আলম বাচ্চু, সাধারণ সম্পাদক ভূইয়া হেমায়েত উদ্দীন, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।