সাউথ বাংলা ব্যাংকের মংলা উপশাখার উদ্বোধন
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের মংলা উপশাখা আজ সোমবার (১৩ ডিসেম্বর) মংলার পৌর মার্কেটে উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মংলা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন এবং বিশিষ্ট ব্যাবসায়ী শেখ মোহাম্মদ সেলিম।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এসবিএসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান মো. আবু বায়েজিদ শেখ, প্রধান জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল আজম, সংশ্লষ্ঠি উপশাখার প্রধান কাজি তুহিন মাহমুদসহ খুলনা অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে মংলা পৌরসভার কাউন্সিলরবৃন্দ, এলাকার ব্যবসায়ী বৃন্দসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ নিয়ে এসবিএসি ব্যাংকের শাখা ও উপশাখার সংখ্যা ১০৪ টিতে উন্নীত হলো।