সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ শীর্ষক আলোচনা
আব্দুল্লাহ আল ফাহাদ, (ত্রিশাল) :
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে উলামা-মাশায়েখদের করনীয় শীর্ষক আলোচনা সভা সোমবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন ত্রিশালের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান।
ইসলামিক ফাউন্ডেশন ত্রিশালের ফিল্ড সুপার ভাইজার মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল থানার ওসি (তদন্ত) মোঃ আবু বকর, বিডিএফএন টোয়েন্টিফোর.কম'র মফস্বল ইনচার্জ এইচ এম জোবায়ের হোসাইন। আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মুফতি জহিরুল ইসলাম, মুফতি সারোয়ার প্রমূখ।