শিরোনাম

South east bank ad

অপহরণের পর জনসংহতি সমিতির নেতাকে হত্যা

 প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সোহেল কান্তি নাথ, (বান্দরবান):

বান্দরবানে অপহরণের পর পুশথোয়াই মারমা (৩২) নামে এক জনসংহতি সমিতির নেতাকে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার (১৩ ডিসেম্বর) সকালে বান্দরবান-চন্দ্রঘোনা সড়কের আমতলীপাড়ার পাহাড়ের উপরে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরাও গিয়েছেন। নিহত পুশথোয়াই আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতির বান্দরবান সদর উপজেলার সাধারণ সম্পাদক ও পাহাড়ী ছাত্র পরিষদের সাবেক জেলা সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতাকাল রবিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী ডলু পাড়ায় হানা দিয়ে পুশথোয়াই মারমাকে তার নিজ বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়। পরে আমতলী এলাকায় ফাঁকা গুলি বর্ষণ করে সন্ত্রাসীরা তাকে হত্যা করে মাটিতে পুঁতে রাখে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী তা জানাতে না পারলেও স্থানীয়রা বলছেন, মগ লিবারেশন পার্টি এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনার পর ওই এলাকায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, পুশৈ থোয়াই এর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: