মাজারে গিয়ে মাদক সেবন ৩ মাদকসেবীকে কারাদণ্ড
নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ):
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে তিন মাদকসেবীকে আটক করেছে টাস্কফোর্স। গতকাল রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি মিলটন চন্দ্র পাল এর নেতৃত্বে চুনারুঘাট উপজেলার ৬ নং সদর ইউনিয়নের মুড়ারবন্দ মাজার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয় ।
আটককৃতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ নরপতি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ পরশ আলী(৩৮), মুরারবন্দ এলাকার নুর হোসেনের ছেলে জুয়েল মিয়া( ২৫), মধ্য নরপতি এলাকার মৃত আনছব উল্ল্যার ছেলে মোঃ সুমন মিয়া (৩০)। সহকারী কমিশনার ভূমি মিলটন চন্দ্র পাল রাতে জানান, হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ- মো: রফিকুল ইসলাম ও পরিদর্শক উপ-পরিদর্শক মো: রবিউল্লাহ সহ চুনারুঘাট থানা পুলিশের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয় একই সাথে তাদেরকে থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে বলেও সহকারী কমিশনার ভূমি মিলটন চন্দ্র পাল জানান।