শিরোনাম

South east bank ad

জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে পাবিপ্রবির দুই শিক্ষার্থীর কৃতিত্ব

 প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সুশান্ত কুমার সরকার, (পাবনা) :

১২তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২১ এর রাজশাহী অঞ্চলের প্রতিযোগিতায় সেরা এগারোর তালিকায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী স্থান অর্জন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দিপ্তর থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজয়ী শিক্ষার্থীরা হলেন-গণিত বিভাগের ৩য় বর্ষ প্রথম সেমিস্টারের ছাত্র মোঃ সাচ্চু মিয়া এবং ছাত্রী মোছাঃ কাকলী আক্তার মিতা। এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন ও বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে গত ১০ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই অঞ্চলের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং অনার্স কলেজের শিক্ষার্থীদের মধ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের এই সাফল্য অর্জনের জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী এবং গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ ফজলুল হকসহ বিভাগের শিক্ষকবৃন্দ তাদের অভিনন্দন জানান।

আগামী ১৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২১ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: