বগুড়ায় শিয়ালের কামড়ে আহত-১০
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার আদমদীঘি উপজেলায় শিয়ালের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। গত ৪ দিনে বিভিন্ন গ্রামে শিয়ালের কামড়ে ১০ ব্যক্তি আহত ও বেশ কিছু গরু ছাগল কামড়ের শিকার হয়েছে। আহতরা নওগাঁ সদর ও আদমদীঘি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এসব ঘটনায় গ্রামগঞ্জে শিয়াল আতংক বিরাজ করছে।
স্থানীয়রা জানায়, আদমদীঘি উপজেলায় রোপা আমন ধান পাকা শুরু করার পর থেকেই শিয়ালের আনাগোনা দেখা দেয়। সে সময় তারা ধান ক্ষেতে লুকিয়ে থেকে হাঁস মুরগি ও পুকুরে মাছ খেয়ে জীবিকা নির্বাহ করতো। ধান কাটার পর মাঠ ফাঁকা হলে শিয়ালের লুকিয়ে থাকার আস্তানা হারিয়ে যায়। ফলে তারা ক্রমেই মাঠ ও লোকালয়ে অবাধ বিচরণ শুরু করে। বর্তমানে উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে লোকালয়ে শিয়ালের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ আতংকিত হয়ে পড়েছে।
গত শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে আদমদীঘির ছাতিয়ানগ্রাম রেলগেট এলাকাসহ কয়েকটি স্থানে শিয়ালের কামড়ে ইয়াছিন আলী, ফজলুল হক, মোর্শারফ হোসেন গেদা, মজিবর রহমানসহ ১০জন ও বেশকিছু গরু ছাগল আহত হয়। আহতদের নওগাঁ সদর, আদমদীঘি হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউপির চেয়ারম্যান আব্দুল হক আবু শিয়ালের আনাগোনা বৃদ্ধির কথা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত ১০ জন শিয়ালের কামড়ে আক্রান্ত হবার কথা জানা গেছে। এ জন্য গ্রামবাসীকে রাতে চলাচলে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।