পঞ্চগড়ে মামার ট্রাক্টরের চাপায় ভাগিনার মৃত্যু
মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়):
উত্তরের জেলা পঞ্চগড়ের সদর উপজেলায় বাবাকে খাবার দিতে ফেরার পথে মামার ট্রাক্টরের চাপায় ভাগ্নের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার ভেলকুপাড়া কমলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মোছাল্লেন (৮)। সে ওই এলাকার দিনমজুর আবেদুলের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোছাল্লেনের বাবা নদীতে পাথর শ্রমিকের কাজ করছিলেন। দুপুরে তাকে খাবার দিয়ে ফেরার পথে রাস্তায় মামা সমিউলের (২৫) পাথরবোঝাই চলন্ত ট্রাক্টরে উঠতে যায় সে। এ সময় সমিউল বুঝে ওঠার আগেই মোছাল্লেন ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে চালক সমিউল ট্রাক্টর রেখে পালিয়ে যান। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। নিহত মোছাল্লেনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।