নাটোরে আদিবাসী পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোরে করোনাকালীন সময়ে কর্মহীন ১০০ দরিদ্র আদিবাসী পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে ইনস্টিটিউট ফর এনভায়নমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি)।
গতকাল শনিবার (১১ ডিসেম্বর) শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে অসহায় এসব মানুষের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক শামীম আহমেদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ব্যক্তিগত সহকারী প্রভাষক আকরামুল ইসলাম, আইইডি’র নাটোর জেলা আইপি ফেলো কালিদাস রায়, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর সদর উপজেলার সাধারণ সম্পাদক শ্যামলাল তেলী, আদিবাসী যুব পরিষদ নাটোর জেলা শাখার সহ সভাপতি হেমন্ত পাহান, প্রাণী সম্পদ অধিদপ্তর নাটোর সদর উপজেলার ফিল্ড ফ্যাসিলিটেটর গজেন্দ্রনাথ ক্ষত্রিয়, এইচআরডি সদস্য সুজল পাহান, গৌর পাহান প্রমুখ।
খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ টি লাইফবয় ও ১টি হুইল সাবান বিতরণ করা হয়।
এসময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদেরকে চাকরীর সুপারিশ করাসহ জমি দখল, বাড়ী নির্মান সহ যেকোন ধরণের সহায়তা প্রদান ও সমস্যা নিরসনের আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।