শিরোনাম

South east bank ad

গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী প্রধান ওয়ানগালা উৎসব

 প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুর রহমান, (নেত্রকোনা):

নেত্রকোনা দুর্গাপুরের বিরিশিরিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে গতকাল (১০ ডিসেম্বর) শুক্রবার থেকে শুরু হয়েছে দু'দিনব্যাপী গারোদের ওয়ানগালা উৎসব।

গারোদের এটা প্রধান উৎসব। প্রতিবছর ধানশস্য ঘরে তোলার পর সূর্য দেবতাকে খুশি করতেই এই উৎসবের আয়োজন করে পাহাড়ি আদিবাসীরা।
গতকাল সকালে দুর্গাপুরের বিরিশিরি কালচারাল একাডেমির সভাপতি ও নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ওয়ানগালা উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় মানু মজুমদার, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং, জেলা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক সুজন হাজং।

(‘ওয়ানা’ শব্দের অর্থ দেব-দেবীর দানের দ্রব্যসামগ্রী আর ‘গালা’ শব্দের অর্থ উৎসর্গ করা। এদের বিশ্বাস, দেবতা মিসি সালজংয়ের নির্দেশে সূর্য বীজ থেকে চারার অঙ্কুরোদ্‌গম ও তার পরিপক্বতা ঘটায়। তাই ফসল গ্রহণের আগে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এ উৎসবে। একে নবান্ন বা ধন্যবাদের উৎসবও বলা হয়ে থাকে।)

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: