বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্ধোধন করলেন হুইপ স্বপন
রাশেদ ইসলাম, (জয়পুরহাট):
মুজিব জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্ধোধন করেন মহান জাতীয় সংসদের হুইপ এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
গতকাল শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেল ৪ টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে ।
উপজেলা পরিষদের বাস্তবায়নে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্ধোধন শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, সাধারণ সম্পাদক ও রুকিন্দীপর ইউপি চেয়ারম্যান আহসান কবির এপ্লব, পৌর মেয়র শহিদুল আলম চৌধুরী প্রমুখ।
পরে মাননীয় সংসদ সদস্য হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ও অন্যান্য অতিথিবৃন্দগণ স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।