আর্জেন্টিনার কোচ হলেন মাচেরানো
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কোচের চাকরি ছেড়ে দিয়ে ভেনিজুয়েলার কোচিং প্যানেলে যোগ দিয়েছেন ফার্নান্দো বাতিস্তা। তার অবর্তমানে আর্জেন্টিনা যুব দলের কোচ হিসেবে দায়িত্ব পেলেন হাভিয়ের মাচেরানো।
নতুন বছরের প্রথম মাসেই আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন দেশটির সাবেক এই তারকা ডিফেন্সিভ মিডফিল্ডার।
গত বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর ২০২১) আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল টুইটার জানায়, সভাপতি ক্লাউদিও তাপিয়া আজ মাচেরানোর সঙ্গে দেখা করেছেন। যেখানে অনূর্ধ্ব-২০ দলের নতুন কোচ হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হবে।
ফুটবল ক্যারিয়ারের ইতি টানার পর এটিই মাচেরানোর প্রথম কোচিং দায়িত্ব। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন মাচেরানো। একমাত্র আর্জেন্টাইন হিসেবে অলিম্পিকে দুটি স্বর্ণপদক জিতেন তিনি।