মাহমুদউল্লাহর পরামর্শ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
তৃণমূল থেকে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করতে চায় বিসিবি। এ জন্য একাডেমি কাপের আয়োজন করেছে তারা। এতে অংশ নিচ্ছে ৯৬টি ক্রিকেট একাডেমি। গতকাল শুক্রবার (১০ ডিসেম্বর ২০২১) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমিতে বিসিবি একাডেমি কাপের উদ্বোধন করেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক অস্ট্রেলিয়া বিশ্বকাপ ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন।
অস্ট্রেলিয়া বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন?
মাহমুদউল্লাহ : শেষ বিশ্বকাপ ও পাকিস্তান সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। কিন্তু আপনি যদি পুরো বছরটা দেখেন আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। আমি সব সময় বিশ্বাস করি, এবং আমি আমার দলের সঙ্গেই আছি। এর আগেও যখন আমরা খারাপ সময় পার করেছি তখনো কিন্তু কামব্যাক করতে পেরেছি, আশা করি এবারও পারব।
অস্ট্রেলিয়ার কন্ডিশন তো আলাদা…
মাহমুদউল্লাহ : আমি ব্যক্তিগতভাবে মনে করি, অস্ট্রেলিয়ার কন্ডিশন খুবই ভালো। ট্রু বাউন্স, ট্রু পেস থাকে। এখন বিষয়টা আমাদের ওপর, কীভাবে আমরা জিনিসটা হ্যান্ডেল করি। আমাদের ব্যাটিং ইউনিটকে আরও ভালো করতে হবে। বোলিং ইউনিট আমি মনে করি ধারাবাহিকভাবে ভালো করছে। কিছু ছোটখাটো জিনিস আছে সেগুলো আমরা যদি ধারাবাহিকভাবে প্রতিটি সিরিজে উন্নতি করি তবে আমরা খুব ভালো কিছু অর্জন করতে পারব।
এখন থেকেই পরিকল্পনা শুরু করা উচিত কিনা
মাহমুদউল্লাহ : পরিকল্পনার বিষয়টা তো আসলে আমার অংশ না। এটা ডেভেলপমেন্টে যারা আছেন বা নির্বাচক প্যানেলে যারা আছেন, ম্যানেজমেন্টে আছেন তারা ভালো বলতে পারবেন।
একাডেমি কাপের প্রয়োজনীয়তা কতটা বলে মনে করেন?
মাহমুদউল্লাহ : আমি জাতীয় দলে ঢোকার আগে আমাদেরও প্রথম একাডেমি ফর্ম হয়েছিল এবং আলহামদুলিল্লাহ আমি এর একটি অংশ। একাডেমি একটা ভালো স্টেজ, জাতীয় দলে ঢোকার আগে। কিন্তু যেহেতু মাঝখানের দুটা বছর করোনা ছিল, তার আগে একাডেমি কাপ হয়েছিল, এবার আরও বড় পরিসরে হচ্ছে, এটা খুবই ভালো সুযোগ সবার জন্য।
ব্যাকআপ দেওয়ার বিষয়…
মাহমুদউল্লাহ : আমার মনে হয় দিন শেষে পারফরম্যান্সটাই ম্যাটার করে। আপনি যদি ভালো পারফর্ম করেন, অবশ্যই আপনি নজরে থাকবেন। আপনাকে বড় লেভেলে খেলার সুযোগ-সুবিধাগুলো দেওয়া হবে। কিন্তু দিনশেষে নিজের ওপরও অনেক কিছু থাকে যে আমি কীভাবে তৈরি হতে চাই, আমার লক্ষ্যটা কী? আমি আমাকে কীভাবে দেখছি আন্তর্জাতিক লেভেলে খেলার জন্য। আমি মনে করি বোর্ড এ কাজগুলো ভালোভাবে করছে।
আপনি কী পাননি, ওরা কী পাচ্ছে…
মাহমুদউল্লাহ : আমি শুধু এতটুকু বলতে চাই খেলোয়াড়ের জন্য যে নিজের ভালো খেলার তাগিদটা যেন সব সময় রাখে এবং হতাশ হওয়া যাবে না। কারণ এসব বিষয় আমাদের মাথায় নেগেটিভ কাজ করে। শুরুতে বলেছিলাম, অনেক সময় সুযোগ-সুবিধা আসবে, অনেক সময় টিম কম্বিনেশনের কারণে ভালো খেলেও জায়গা হারাতে হতে পারে। ডিসিপ্লিন সব সময় গুরুত্বপূর্ণ, শুধু অনুশীলনে না- মাঠে কিংবা মাঠের বাইরে সব সময় গুরুত্বপূর্ণ।