শিরোনাম

South east bank ad

ত্রিশাল উন্নয়ন ফোরামের বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির

 প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুল্লাহ আল ফাহাদ, (ত্রিশাল) :

ময়মনসিংহের ত্রিশালে ডাচ্ বাংলা ব্যাংকের অর্থায়নে, ত্রিশাল উন্নয়ন ফোরামের উদ্যোগে ও দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকার সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে ত্রিশাল সরকারি নজরুল একাডেমী স্কুল মাঠে এ শিবির অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা শিবিরে দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকার নেতৃত্বে ৬ জনের একটি টিম রেজিস্ট্রেশনকৃত বারো শতাধিক চক্ষু রোগীকে সেবা প্রদান করবেন। চক্ষু রোগীদের সম্পূর্ন বিনামূল্যে চশমা ও ঔষধ প্রদান করা হয়।

বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরটিতে সার্বিক তত্ত্বাবধান করেন ঢাকাস্থ ত্রিশাল উন্নয়ন ফোরামের সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (পিআরএল) আতাউর রহমান। বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠানে সাংবাদিক এটিএম মনিরুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন খলিলুর রহমান বিএসসি, অধ্যাপক আব্দুল আউয়াল, অব:প্রাপ্ত মেজর আসাদুল হক, কৃষিবিদ আব্দুর রাজ্জাক, অধ্যাপক ফয়জুর রহমান প্রমূখ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: