গফরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
এইচ কবীর টিটো, (গফরগাঁও):
আজ ৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। প্রতিবছরের মতো এবারও সরকারি-বেসরকারিভাবে জাতিসংঘ ঘোষিত এই দিবসটি পালন করা হচ্ছে।
এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’। দিবসটি উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর প্রচারে গফরগাঁও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে প্রতিবছরের মতো এবারও নানান কর্মসূচি গ্রহণ করেছে।
দুদক প্রথমবারের মতো ঢাকাসহ দেশের আট বিভাগ, ৬৪ জেলা এবং ৪৯৫ উপজেলায় বড় পরিসরে দিবসটি পালন করছে। এ উপলক্ষে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যগে মানববন্ধন, সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি উদ্বোধন করেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলাম । পরে মানববন্ধনে অংশগ্রহন করে সামাজিক,রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নানা পেশাজীবি মানুষ।দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কেএম এহছান এডভোকেট। দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বক্তব্য রাখেন,নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন , গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ,সাংবাদিক ফকির এ মতিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সলিমুল্লা মোস্তফা, ডেপুটি কমান্ডার মফিজ উদ্দিন,অধ্যাপক নূরে আবেদীন বাবুল,দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সুলতান আহমেদ প্রমূখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোলাম মোহাম্মদ ফারুকী। অনুষ্ঠান শেষে গফরগাঁও থিয়েটারের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।