নেত্রকোনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
আব্দুর রহমান, (নেত্রকোনা):
"আপনার অধিকার, আপনার দ্বায়িত্ব দুর্নীতিকে না বলুন" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নেত্রকোণায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকালে জেলা সদরের শহীদ মিনারের সামনের সড়কে নেত্রকোণা জেলা দুর্নীতি বিরোধী কমিটির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
জেলা সভাপতি বেগম রোকেয়ার সভাপতিত্বে কর্মসূচিতে জেলা প্রশাসক কাজি মো: আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের মধ্যে রয়েছে পতাকা উত্তোলন, শপথ পাঠ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।