ইসলামপুরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর উদযাপিত
শামীম আলম, (জামালপুর) :
জামালপুরের ইসলামপুরে আন্তর্জাতিক বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর উদযাপিত হয়েছে।
বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে সংস্থার মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি, শিশুদের মৌলিক চাহিদা পূরণ বিষয়ক দীর্ঘমেয়াদী কার্যক্রম বাস্তবায়নের লক্ষে অনুষ্ঠান উদযাপিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। এছাড়াও ধর্ম বিষয়ক উপ-সচিব মাহবুবুল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান জামাল আব্দুন নাসের বাবুল, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সজল গমেজ, প্রোগ্রাম ম্যানেজার কমল পাল, অসীম চ্যাটার্জী, সাগর ডি কস্তা, তারজিনা খাতুনসহ আরোও অনেকেই উপস্থিত ছিলেন ।
এ সময় বক্তারা বলেন, ওয়ার্ল্ড ভিশন দরিদ্র জনগোষ্ঠি বিশেষ করে শিশুদের জীবনমান ও আর্থ সামাজিক উন্নয়নে যে টেকসই কর্মসূচী গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনীয়।