শিরোনাম

South east bank ad

বরিশাল মুক্ত দিবসে ১শ’ বীর মুক্তিযোদ্ধা পেলেন সম্মাননা

 প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.মিরাজ হোসাইন, (বরিশাল) :

৮ ডিসেম্বর বরিশাল মুক্ত দিবসে ১শ’ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়া হয়েছে। বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র উদ্যোগে বুধবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর ওয়াবদা কলোনী টর্চারসেল ও বধ্য ভূমিতে আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা দেয়া হয়েছে।

দিবসটি উপলক্ষে বধ্যভূমির স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করে সিটি করপোরেশন, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা ও মহানগর আওয়ামী লীগ।

গতকাল সকাল ১০টার দিকে প্রথমে পুষ্পার্ঘ্য অর্পন করেন বিসিসি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক এমপি তালুকদার মো. ইউনুস। এরপর বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন কনের।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সংগীত পরিবেশনে জাতীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ। পরে সিটি করপোরেশনের আয়োজনে সেখানে মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে যোগদেন অতিথিবৃন্দ।

এদিকে বরিশাল মুক্ত দিবস উপলক্ষে বিকেলে বিজয় বিহঙ্গ চত্ত্বরে উদীচীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সিটি করপোরেশনের উদ্যোগে সন্ধ্যায় আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: