গৌরীপুরে হানাদার মুক্ত দিবস পালিত
মশিউর রহমান কাউসার, (ময়মনসিংহ):
ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (৮ ডিসেম্বর) বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গৌরীপুর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুসহ সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন, বিজয় র্যালি, আলোচনা সভা ও দোয়া-মাহফিল। এ প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।
এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম ও ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, তোফাজ্জল হোসেন, গিয়াস উদ্দিন, ইকবাল হাসান, আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া ইসলাম ডলি, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক কমান্ডের সভাপতি এম এ হাই, সরকার শুদ্ধ সংগীতায়নের পরিচালক আব্দুল মালেক, আওয়ামীলীগ নেতা সাদেকুর রহমান সেলিম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ, পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার, সাধারণ সম্পাদক উজ্জল চন্দ্র, সাংবাদিক ফারুক আহাম্মদ, আরিফ আহম্মেদ, ওবায়দুর রহমান, সুপক রঞ্জন উকিল, হলি সিয়াম শ্রাবণ প্রমুখ।