বেগম রোকেয়া পদক পাচ্ছেন পাঁচ গুণী
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
চলতি বছর বেগম রোকেয়া পদক পাচ্ছেন পাঁচজন বিশিষ্ট নারী। তারা হলেন- নারী শিক্ষায় অবদানের জন্য কুমিল্লা জেলার অধ্যাপক হাসিনা জাকারিয়া বেলা, নারী অধিকার প্রতিষ্ঠায় যশোরের অর্চনা বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রোকেয়া হলের প্রভোস্ট ড. জিনাত হুদা, পল্লি উন্নয়নে অবদান রাখায় কুষ্টিয়া জেলার গবেষক ড. সারিয়া সুলতানা, নারীর আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখায় কুমিল্লার শামসুন্নাহার রহমান পরাণ (মরণোত্তর)।
বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পদক বিতরণ করা হবে। প্রত্যেককে চার লাখ টাকার চেক, রেপ্লিকাসহ একটি ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের স্বর্ণপদক ও সম্মাননাপত্র দেওয়া হবে। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।