ঝালকাঠিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মশালা
মোঃ রাজু খান, (ঝালকাঠি) :
ঝালকাঠিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সিভিল সার্জন কার্যালয়ে সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা তথ্য কর্মকর্তা আহসান কবীর, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, বিটিবির জেলা প্রতিনিধি হেমায়েত উদ্দিন হিমু, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি রিপোর্টাস ইউনিটির সভাপতি আল-আমিন তালুকদার। এ সভায় স্থানীয় ইলোকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ বছর জেলায় ৬ থেকে ১১ মাস বয়স পর্যন্ত ১২ হাজার ৮শত শিশুদের নীল রংয়ের এবং ১ থেকে ৫ বছর বষসের ৯০ হাজার ৫ শত শিশুকে লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।