বরিশাল দক্ষিণাঞ্চলজুড়ে বৃষ্টিপাত অব্যাহত, বিপর্যস্ত জনজীবন
এম.মিরাজ হোসাইন, (বরিশাল):
ঘূর্নিঝড় জাওয়াদের প্রভাবে বরিশালসহ দক্ষিণাঞ্চলজুড়ে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাশাপাশি সমুদ্র উত্তাল থাকায় মাছ ধরার ট্রলারগুলো নিরাপদ স্থানে রাখা হয়েছে।
গুড়ি গুড়ি বৃষ্টিতে বরিশালের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নগরীর প্রধান সড়কগুলোতে যান চলাচল ছিলো খুবই কম। ফলে অফিসগামীরা পড়েছেন বিপাকে। ফলে অতিরিক্ত ভাড়া দিয়ে অফিস মুখী হয়েছেন অনেকেই।
বেসরকারি চাকুরীজীবী সাঈদ পান্থ জানান, দিনভর বৃষ্টির কারনে দৈনন্দিন কাজ করতে গিয়ে চরম বিপাকে পড়েছেন। পাশাপাশি অধিক রিক্সাভাড়া দিয়ে যাতায়াত করতে হয়েছে বলে জানান তিনি।
বরিশাল আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র পর্যবেক্ষক আনিসুর রহমান বলেন, বরিশালে বরিবার সকাল থেকে টানা গুড়ি গুড়ি বৃষ্টি হলেও বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির পরিমান কমতে থাকে। তবে রাতভর মুষল ধারে বৃষ্টিপাত হয়েছে। রবিবার সকাল ছয়টা থেকে গতকাল সোমবার বিকেল ৪ টা পর্যন্ত ১১ দশমিক ৮ মিনিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত এবং স্থানীয় নদী বন্দরে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তাছাড়া ঘূর্নিঝড়টি ধীরে ধীরে দুর্বল হচ্ছে বলে জানতে পেরেছি আমরা।
এদিকে বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয় নদী বন্দরে এক নম্বর সতর্ক সংকেত পরিবর্তন না হলে ছোট-বড় সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল স্বাভাবিক থাকবে। অন্যদিকে ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর ও ঝালকাঠিতেও গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। দুর্যোগ মোকাবেলায় আশ্রয়ন কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্ব স্ব জেলার প্রশাসকরা।