বগুড়ায় বাসের ধাক্কায় ভূমি অফিসের কর্মচারি নিহত
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ায় বাসের ধাক্কায় নজরুল ইসলাম (৬০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (০৬ ডিসেম্বর ২০২১) সকাল সাড়ে ১০টার দিকে শহরের এরুলিয়া বগুড়া-নওগাঁ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত নজরুল শহরের ছিলিমপুর উত্তরপাড়া এলাকার মৃত মমতাজ মহুরীর ছেলে। তিনি আদমদীঘির কুন্ডগ্রাম ভূমি অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি জানিয়েছেন ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই শামীম হোসেন।
নিহত নজরুলের ছেলে মাহমুদুল হাসান শিপন বলেন, সকালে আমার তার বাবা সহকর্মী আইনুর রহমানের সঙ্গে মোটর সাইকেলযোগে অফিসের দিকে যাচ্ছিলেন। তারা চারমাথা পেরিয়ে এরুলিয়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের পিছন বসা আমার বাবা ছিটকে পড়ে যান।
ঘটনাস্থলে তিনি মাথায় প্রচ- আঘাত পান। পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমকে) হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, এ ঘটনায় মোটরসাইকেল চালক আইনুর রহমান সামান্য আঘাত পেয়েছেন। এসআই শামীম হোসেন জানান, লাশ শজিমেক হাসপাতালের মর্গে রয়েছে। বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।