পাবনা নিখোঁজের তিনদিন পর অটোরিক্সা চালকের মৃতদেহ উদ্ধার
সুশান্ত কুমার সরকার, (পাবনা):
নিখোঁজের তিনদিন পর জাহাঙ্গীর আলম (৫৫) নামক এক অটোরিক্সা চালকের মৃতদেহ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (০৫ ডিসেম্বর ২০২১) দুপুর ১২টার দিকে রাজাপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জাহাঙ্গীর আলম পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকার মৃত তাজ উদ্দিন সেখের ছেলে।
পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, জাহাঙ্গীর আলম গত শুক্রবার (০৩ ডিসেম্ব ২০২১) রাত ১০টার দিকে অটোরিক্সা নিয়ে বের হন। তারপর থেকে তিনি নিখোঁজ হন। পরদিন শনিবার (০৪ ডিসেম্বর ২০২১) সকালে পরিবারের পক্ষ থেকে পাবনা থানায় একটি সাধারন ডায়েরি করে। সোমবার পথচারিদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে ওই পরিবারকে খবর দিলে জাহাঙ্গীরের পরিবার নিহতের পরিচয় সনাক্ত করেন। হত্যার মোটিভ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে ওসি জানান। তবে খোয়া যাওয়া অটোরিক্সাটি উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর অটোরিক্সাটি নিয়ে গেছে সন্ত্রাসীরা। ময়না তদন্তের জন্য মৃতদেহটি পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।